A humble request...


সময়ের নোংরা প্রতিযোগিতার প্রবল ধাক্কায় আমরা সম্ভবত আমাদের চিরন্তন প্রবাদগুলো ভুলতে বসেছি। চিরায়ত বাংলার প্রবাদে বলে, নিজের ঢোল নিজে পেটানো সুবুদ্ধির পরিচয় বহন করে না। কিংবা কবিতার ছন্দে বললে...
আপনাকে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বল বলে বড় সেই হয়
যেভাবে IMDB’র মতো আন্তর্জাতিক সিনেমা সংশ্লিষ্ট একটা তথ্য ভাণ্ডারে নিঃস্বার্থ ভালোভাসা নিয়ে ঢাক পেটানো হলো। তাতে প্রথম দর্শণে খানিকটা শিহরিতই হয়েছে বৈকি। অনেকের মতো আমিও সর্বজন শ্রদ্ধেয় জলিল সাহেবের সিনেমাপ্রেম ও বাংলাদেশের বিলুপ্তপ্রায় সিনেমাশিল্পকে বাঁচাতে অর্থলগ্নির বিষয়ে অভিভুত এবং কৃতজ্ঞ। কিন্তু সেলফ-প্যানিট্রেটেড ডিজিটাল লোকবল আর সাইবার সোলজারদের দিয়ে অমন রেটিং দাড় করিয়ে সিনেমাবিশ্বকে নাড়া দেয়াটা কিন্তু খুব একটা শুভ ফলদায়ক নয় বলেই বোধ হচ্ছে। বরং আজ আমরা এজে’র ভুলভাল উচ্চারণ-দুর্দান্ত অভিনয় (!) দেখে হাসছি। কাল পুরো বিশ্ব হাসবে। আর সেটা কোনওভাবেই পুরো ডিজিটাল বাঙালী জাতির জন্যে মঙ্গলজনক কিছু হবে বলে বোধ হয়না। এমনিতেই উন্নতবিশ্বের কাছে আমরা গরিব-দুর্নীতিগ্রস্থ-সন্ত্রাস ঝুকিপূর্ন একটা জাতি। আর তারপর ফিল্ম নিয়ে ভুয়াবাজির এমন অভিযোগে আমাদের জাতির যদি ‘নির্বুদ্ধি’ খেতাবটা জুটেই যায়, তখন কি আর টম কুরুসের দেশের মানুষকে বলার মুখ থাকবে, যে ওরা ভুল?

শেষমেষ এম এ জলিল সাহেবের প্রতি কিছু অনুরোধ (যদি আমার মন্তব্যের একটি বর্ণও তার দৃষ্টিগোচর হয়):
আপনি সিনেমা ভালোবাসেন। একজন ভালো প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুন। সিনেমার পর্দা সবার জন্যে নয়। আর যদি বাংলাদেশের ভুইফোর(ডিএসএলআর ফটোগ্রাফার টার্নড ডিরেক্টর) নাট্যনির্মাতা কিংবা সিনে পরিচালক কথা বাদ দিয়ে চিন্তা করি, ফিল্ম মেকিং একটা আলাদ বিষয় ভাই। ওটা স্রেফ ব্যবসা না, তার চেয়েও অনেক বড় কিছু। যেখানে চিন্তাশীল অনেক বিষয় (স্থানাভাবে এখানে লিখতে পারছি না) নিয়েই ভাবতে ও গবেষণা করতে হয়। ও জায়গাটা আমার মতে আপনার জন্যে নয়। একজন সফল প্রযোজক হন। সবাই আপনাকে তামাশার জন্যে নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাচানোর গুণে সারাজীবন স্মরণ রাখবে। আপনি বিখ্যাত হবেন। কারণ আপনি মেধার মূল্য দিতে জানেন বলে বোধহয়। অনেক বাঙালী প্রযোজনা সংস্থা কিংবা প্রযোজকের মতো ফাওয়ের উপর কাজ করিয়ে কিংবা মুফতে ব্যবসা করার চিন্তা আপনার আছে বলে এখনও মনে হয়না আমার।
অভিনয়-পরিচালনা থেকে সিনেমা প্রযোজনায় এসে ভালো নির্মাতা-অভিনেতা-অভিনেত্রীদের প্যাট্রোনাইজ করুন। দেখবেন, একদিন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার হাতের মুঠোয় থাকবে। কেউ আপনাকে তামাশার পাত্রও বানাতে পারবেনা। আমার একান্ত ব্যক্তিগত মতামতের কথা বললাম। কোনও কথায় দুঃখ পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সত্যিটা মেনে যদি নিজের চলার পথটাকে বদলে নিতে পারেন, তবেই না আপনি রিয়েল হিরো...
আপনার সেই রিয়েল হিরোইজমের দর্শন প্রত্যায় দিন গুনছি।

reply

Thank you. Finally someone with a bit of sense. Come on! 8.5 for this stupid movie? Everyone's insane.

reply

well said vai! his efforts to save the industry is appreciated but like you said its not for everyone. i think its best for him to be an investor instead of an actor. i mean seriously, HE CANNOT ACT!

reply


This page has become a mocking piece of trash. I am shocked to see what people have done to the cast credit. I just hope this awful page gets deleted somehow.

reply